সামনেই বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশে থাকতে নয়া প্রকল্প 'আপনার পাশে অশোক' চালু করেছেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। ঘরে বসে নয় সাধারণ মানুষের কাছে পৌঁছাতে ও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সরাসরি পৌঁছে দিতে এবার পুরোদমে ময়দানে নামলেন অশোক কুমার লাহিড়ী। মূলত এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়াচ্ছেন বিজেপি বিধায়ক। শনিবার দুপুরে আপনার পাশে অশোক কর্মসূচি অনুষ্ঠিত হলো হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ডুমরণে।