ট্রেন থেকে পড়ে নিখোঁজ, দুইদিন পর মিলল পরিযায়ী শ্রমিকের দেহ মুর্শিদাবাদের নওদা ব্লকের গঙ্গাধারী গ্রামের পরিযায়ী শ্রমিক কামাল হাসান শেখ ওরফে পাপন শেখ (৩২) হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন শুক্রবার সন্ধ্যায়। ঘটনাটি ঘটেছিল নদীয়া জেলার কৃষ্ণনগর বাহাদুরপুর সংলগ্ন এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে রেল ও স্থানীয় পুলিশ তল্লাশি শুরু করলেও দীর্ঘ সময় কোনো খোঁজ মেলেনি। অবশেষে দুইদিন পর রবিবার সকালে জলঙ্গি নদী থেকেই তার মৃতদেহ