Barasat 1, North Twenty Four Parganas | Sep 12, 2025
দত্তপুকুর নিবা দুই স্কুলের মাঠে স্টেডিয়ামের কাজ শুরু হল। দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের দাবি ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের কাছে দত্তপুকুর নিবাধূই স্কুলের বল খেলার মাঠ সংস্কার করার তাদের দাবি অনুযায়ী সংসদের তহবিলের প্রায় 74 লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই মাঠের সেই অনুযায়ী কয়েক মাস আগে মাঠে মাটিও ফেলা হয় এর পরেই বর্ষা এখনো জঙ্গলে পরিণত হয় শুক্রবার 1