প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গা পুজো কমিটি গুলিকে অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের বিডিও অফিসে সাগর ব্লকের সুন্দরবন পুলিশ জেলার সাগর থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার ব্যবস্থাপনায় গঙ্গাসাগরের ২৮ জন দুর্গা পুজো কমিটির হাতে অনুদান স্বরূপ এক লক্ষ্য ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।।