নলহাটি রাম মন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে রাধাঅষ্টমী উৎসব, রাধাঅষ্টমী উপলক্ষে আজ সারাদিন চলছে বিশেষ পুজো। আজ রবিবার রাত্রি ৮টা নাগাদ নলহাটি রাম মন্দিরে গিয়ে দেখা যায় চলছে রাধাঅষ্টমী উপলক্ষে হরিনাম সংকীর্তন, নলহাটি রাম মন্দিরে মহাসমারোহে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও পালন করা হচ্ছে রাধাঅষ্টমী উৎসব এবং শ্রীকৃষ্ণের ছোটিয়ারী উৎসব। আজ সারা দিনই চলছে কৃষ্ণ এবং রাধার বিশেষ পুজো নলহাটি রাম মন্দিরে এবং ভক্তদের উদ্দেশ্যে আজ পূজো শেষে করা হয় ভোগ বিতরণ ।