আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল দামছড়া থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত দামছড়া থানাধীন থুমসাড়াই পাড়া নাকা পয়েন্টে একটি ইকো গাড়ীতে অভিযান চালিয়ে ৫০টি কার্টনে মোট ২৫ হাজার প্যাকেট বেআইনি বার্মিজ সিগারেট উদ্ধার করে দামছড়া থানার পুলিশ। যানা যায় উদ্ধার হওয়া বেআইনি বার্মিজ সিগারেটের কালোবাজারি মূল্য ৫০ লক্ষাধিক টাকা। সেই সাথে দুজনকে আটক করা হয়েছে বলে জানান দামছড়া থানার অফিসার ইনচা