Download Now Banner

This browser does not support the video element.

ধর্মনগর: পেক্স, লেম্পেক্স ম্যানেজার দের নিয়ে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে বিশেষ প্রশিক্ষণ শিবির

Dharmanagar, North Tripura | Aug 27, 2025
উত্তর ও উনকোটি জেলার পেক্স ও লেম্পেক্স ম্যানেজার দের নিয়ে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে শুরু হল ১৫ দিবসীয় এগ্রি ইনপুট ডিলার লাইসেন্স বিষয়ক বিষেশ প্রশিক্ষণ শিবির। মূলত বিভিন্ন কৃষি সামগ্রী পেক্স ও লেমপেক্সের মাধ্যমে বিক্রয়জাত করার উদ্যেশেই এই প্রশিক্ষণ শিবির। যে কোন সামগ্রী বিক্রয়ের পূর্বে তার সম্পর্কে সম্পূর্ন জ্ঞান আহরনের উদ্দেশ্যেই শিবির বলে জানান উপস্থিত অতীথীরা।
Read More News
T & CPrivacy PolicyContact Us