স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন স্বামী। নিজের হাতে রান্না করে খাইয়ে দিতেন। অথচ সেই ভালোবাসার হাতই একদিন পরিণত হল মৃত্যুর হস্তে। কলিজা হাতে নিয়ে স্ত্রীর দেহের পাশ থেকে বেরিয়ে আসেন তিনি। শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রামে ঘটে গেল এই শিউরে ওঠা নৃশংস ঘটনা। ধৃত রমেশ রায়কে শনিবার বিকেলে আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞরা এদিন ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা মাটি সহ একাধিক প্রমাণ সংগ্রহ করেন। পুরো গ্রাম এখন স্তব্ধ