লরির ধাক্কায় মৃত্যু ১ যুবকের আহত আরো এক, ভগবানগোলার লিয়াকতনগরের আজকের এই ঘটনা, জানা গেছে তারিকুল শেখ তার বোনকে সঙ্গে নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন, সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তারিকুলকেMMC&H-এ রেফার করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে, তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে