Baruipur, South Twenty Four Parganas | Sep 3, 2025
বারুইপুর ফুলতলা দুর্গা উৎসব পূজা কমিটির দুর্গাপূজা ৭৫ বছরে পদার্পণ করল। এবছরে তাদের প্লাটিনাম জুবলী,। প্রতি বছর ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটির দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো। ৭৫ বছর উপলক্ষে এবছর মন্ডপ সজ্জা বিশেষ চমক। এবছর তাদের থিম তামিলনাড়ুর তিনহাজার বছরের ১১০ ফুট উঁচু পুরনো শিবপুরম মন্দির। পুজো কমিটির উদ্যোক্তারা সম্পাদক সোমনাথ চক্রবর্তী বলেন,অন্যাআন্য বছরের থেকে এবছরও আরো বেশি দর্শনার্থী আসবে। ১১০ ফুট উঁচু তামিলনাড়ু শিবপুরম মন্দির ।