পূর্ব মেদিনীপুর জেলা কাঁথির চালতি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সাহা তার পাঁচ জনের সদস্য নিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাঁথি রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের রাজমিস্ত্রির কাজে পাড়ি দিয়েছিলেন গত শুক্রবার। গতকাল উত্তরপ্রদেশে ট্রেন থেকে নেমে কর্মস্থলে যাওয়ার পথেই পথ দুর্ঘটনায় প্রাণহান জাহাঙ্গীরের স্ত্রী ফারিদা বিবি ও তার বড় ছেলে জামশয়ইদ সাহা আশঙ্কা জনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয় জাহাঙ্গীর সাহা তার ছোট ছেলে ও ভাগ্নিকে আজ দুপুরে জাহাঙ্গীর শাহ মৃত্যু হয়।