রবিবার বেহালার পর্ণশ্রীতে ফুটপাথে উঠে পড়ল গাড়ি, এই ঘটনায় ইতিমধ্যেই বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে পারে ফোন দেখতে দেখতে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ছিলেন দু'জন। যিনি গাড়ি চালাচ্ছিলেন তাঁর চোখ স্মার্টফোনে ছিল এবং তিনি অন্যমনস্ক হওয়ায় দুর্ঘটনা ঘটে। তবে ফুটপাতে কেউ না থাকায় হতাহতের খবর নেই। ঘটনাস্থলের কাছে থাকা সিসিটিভিতে গোটা ঘটনাটি ধরা পড়েছে।