অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। আর তার এমন উদ্যোগকে রবিবার আনুমানিক দুপুর ২টা নাগাদ সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। জানা গিয়েছে, মঙ্গলকোটের পালিশগ্রামের বাসিন্দা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার প্রতি রবিবার নিজের বাড়িতে এলাকাবাসীদের সঙ্গে মিলিত হন। তখন অনেকেই তাদের নিজ নিজ সমস্যা নিয়ে সভাধিপতির কাছে হাজির হন।