মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত তারানগরে আবারও শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) গভীর রাতে পদ্মা নদীর জলে একের পর এক বাড়ি তলিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত পাঁচ থেকে ছয়টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হঠাৎ নদীর জল কমতেই রাতের অন্ধকারে ব্যাপক ধস নামে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বাড়িঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন স্থানীয় তারানগর প্রাইমারি স্কুলে। গ্রামের মানুষজন জানান, গত দুই থেকে তিন দিন ধরেই নদীর ধারে ফাটল ও মাটি সরে