মিড়াপাড়া বাংলাদেশিদের দ্বারা অপহৃত কৃষক বাড়ি ফেরায় স্বস্তি পরিবারে ।প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মীরাপাড়া এলাকায় সীমান্তে নিজের জমিতে কাজ করার সময় বাংলাদেশী দুষ্কৃতীরা ভারতীয় কৃষক কৃষ্ণকান্ত বর্মনকে অপহরণ করে ।এরপর সন্ধায় বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর অপহৃত কৃষক কৃষ্ণ কান্ত বর্মনকে বিজিবি বিএসএফ এর হাতে তুলে দেয়।এরপর বিএসএফ পুলিশের হাতে তুলে দেয় কৃষ্ণ কান্ত বর্মনকে।পুলিশ অপহৃত কৃষককে রাতে তার পরিবারকে তুলে দেয়।