শিক্ষক দিবসে ঝালদায় রক্তদান শিবির| পাঁচই সেপ্টেম্বর, শিক্ষক দিবস উপলক্ষে ঝালদা সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ঝালদা সত্যিভামা বিদ্যাপীঠ প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর তিনটা নাগাদ. থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য আয়োজিত এই শিবিরে মোট ৫৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। একই দিনে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। ঝালদা সাংস্কৃতিক মঞ্চের সদস্য সন্দীপ চন্দ জানান, সমাজের কল্যাণে শিক্ষক দিবসে এই ধরনের উদ্যোগ নেওয়া বিশেষ তাৎপর্যপ