বালুরঘাট নাট্যকর্মী- র আয়োজনে পাঁচদিনব্যাপী স্কুল ড্রামা ফেস্টিভ্যাল রবিবার রাতে শেষ হল। গত ৩ তারিখ থেকে বালুরঘাট নাট্যমন্দিরে বালুরঘাট নাট্যকর্মী-র আয়োজনে ছাত্রছাত্রীদের ছাত্রাবস্থা থেকে নাটকের প্রতি উৎসাহ গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও পাঁচদিনব্যাপী যে স্কুল ড্রামা ফেস্টিভ্যালের সূচনা করা হয়। এবছর বালুরঘাট নাট্যকর্মীর আয়োজনে নবম স্কুল ড্রামা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। ২০১৪ সালে এই সংগঠনের আয়োজনে প্রথম স্কুল ড্রামা ফেস্টিভ্যাল হয়েছিল।