শান্তিনিকেতন থানার পূর্বপল্লী এলাকায় উঠল চাঞ্চল্যকর ছিনতাই এর ঘটনা। সোমবার সকালে হকারই করতে বেড়িয়েছিলেন মানারুল শেখ। সেই সময় মুখে গামছা বাঁধা এক যুবক তার কাছে এসে হকারী সামগ্রী দাম জানতে চান। দাম বলার সঙ্গে সঙ্গে ওই যুবক অতর্কিতভাবে মানারুলের মাথায় আঘাত করে এবং সমস্ত সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় মানারুল শেখ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির কিছুক্ষণ পরই স্থানীয় এক বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে গামছ