ধানের জমির মধ্যে থেকে চন্দ্র বোড়া বিষধর সাপের কামড়ে আহত হয় এক গৃহবধূ । এরপর চন্দ্র বোড়া বিষ ধর সাপের কামড়ে আহত ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে তৈরিঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। জানা গিয়েছে ওই গৃহবধূর নাম করবি রাজবংশী। বয়স ৩৩ বছর। বাড়ি গাজোল বাকসারায়াই গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূ বাড়ির পাশে ধানের জম