কালো ব্যাচ পড়ে পোলবার সুগন্ধা গোটু ফুটবল মাঠ থেকে শুরু করে প্রায় পাঁচ কিমি পদযাত্রা করে তৃণমূল। আজ শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ ব্লক তৃণমূল সূত্রে জানা যায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে পদযাত্রায় অংশ নেনসুগন্ধা,পোলবা,রাজহাট,দেবান্দপুর,ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত ও হুগলি চুঁচুড়া পুরসভার তৃনমূল কর্মি সমর্থকরা। প্রতিবাদী পদযাত্রায় সর্ব ধর্ম সমন্বয়ের ছবি,,