টোটো বারবারন্তের বিরুদ্ধে এর অভিযান সদর ট্রাফিক বিভাগের। এদিন সদর ট্রাফিক ওসি সুরেশ দাসের নেতৃত্বে কোচবিহার শহরের সুনীতি রোড সহ একাধিক এলাকায় টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। মূলত যত্রতত্র টোটো পার্কিংয়ের পাশাপাশি ট্রাফিক আইন না মেনে চলার টোটো গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টোটো চালকদের সতর্ক করে দেওয়া হয়। এরপরেও যদি টোটো চালকরা সঠিক নিয়ম নাম মেনে চলে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সদর ট্রাফিক ওসি সুরেশ দাস।