পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম -১ব্লকের গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির বোর্ড নির্বাচন আগামী ২৭শে আগস্ট। মোট আসন সংখ্যা ১২টি এখানে তৃণমূল১২টি আসনে প্রার্থী দিলেও BJP ১১টি আসনে প্রার্থী দিয়েছে। বামে রা কোন প্রার্থী না দেওয়ায় তৃণমূলকংগ্রেসের পক্ষ থেকে রাম বাম জোটের তকমা তুলে BJP কে কটাক্ষ করেন তৃণমূলের নন্দীগ্রাম ব্লকের সহ সভাপতি সেক আলরাজি তিনি বলেন বামেরা কোন প্রার্থী না দিয়ে BJP কে সমর্থন করছে। তবে আমরা নিশ্চিত ১২টি আসনেই জিতবো