স্কুল ছুট কমাতে শিক্ষক দিবসের প্রাক্কালে বালুরঘাটে শুরু হলো ভ্রাম্যমাণ বিদ্যালয় বা মোবাইল স্কুল। অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের শিক্ষক তুহিন শুভ্র মন্ডলের উদ্যোগে বুধবার দুপুরে কাশিম্বী ও খোলাপাড়া গ্রামে এই মোবাইল স্কুলের সূচনা করা হয়। উদ্দেশ্য শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ানো ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা। এদিন পড়াশোনা, খেলাধুলা, আবৃত্তি, গান ও নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেয়।