তৃণমূলের মাদারিহাট বীরপাড়া ব্লক কমিটির নতুন সভাপতি হলেন বিশাল গুরুং। তিনি আলিপুরদুয়ার জেলা পরিষদের লঙ্কাপাড়া এলাকার একজন সদস্যও বটে। একসময় যুব তৃণমূলের আলিপুরদুয়ারের জেলা সভাপতি ছিলেন তিনি। কিছুদিন আগে তাঁকে ওই পদ থেকে সরানো হয়। আবার তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। জয়প্রকাশকে সরিয়ে এবার ব্লক সভাপতি করা হল বিশালকে। আবার, আইএনটিটিইউসির ব্লক সভাপতির চেয়ার নিয়ে কল্লোল দেব এবং ইমরান খানের মধ্যে রেষারেষি ছিল। এবার আইএনটি