দিনের পর দিন জল যন্ত্রণায় ভুগে ক্ষোভে রাস্তা অবরোধ শান্তিপুরের ক্ষুদে কালীতলার বাসিন্দাদের, দীর্ঘদিন ধরে জল যন্ত্রনায় ভূগছে শান্তিপুরের ১০ নং ওয়ার্ডের ক্ষুদেকালী তলার একাধিক পরিবার, এই অভিযোগ তুলে এদিন বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা, বর্ষার কারণে গত বেশ কয়েকমাস ধরে বৃষ্টির কারণে সেখানে জল জমে গেছে, স্থানীয়রা অভিযোগ তুলছে যে শান্তিপুর পৌরসভা আমাদের এই অবস্থায় রেখে আমাদেরই টাকা লুটেপুটে খাচ্ছে, অপরিকল্পিত ভাবে নিকাশিনালা করছে শান্তি