ভাগীরথীতে কুমিরের আতঙ্ক, মহালয়ায় ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কালনায়কয়েক মাস আগেই ভাগীরথীর বুকে কুমির দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল কালনা জুড়ে। সেই ঘটনাই এখনও মনে দাগ কেটে রেখেছে স্থানীয়দের। আর ঠিক সেই নদীতেই মহালয়ার সকালে হাজার হাজার মানুষ তর্পণ ও স্নানে অংশ নিতে হাজির হবেন কালনার মহিষমর্দিনী তলা ঘাটে।ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কালনা পৌরসভা। ঘাটকে ঘিরে দেওয়া হয়েছে শক্ত জালের বেড়া, যাতে কেউ দুর্ঘটনার কবলে না পড়েন।