জলপাইগুড়ি শহরে নেশার সামগ্রী বিক্রির বাড়বাড়ন্ত। রুখতে পথে নামল বাসিন্দারাই। নেশার জন্য রেশনের চাল বিক্রি করতে গিয়ে ধরে ফেলল বাসিন্দারা। নেশার টাকা জোগাড় করতে না পেরে অবশেষে সরকারি রেশন বিক্রি করছে জলপাইগুড়ি শহরেরই একাংশের যুব সমাজ। মঙ্গলবার দুপুর এ জলপাইগুড়ি স্টেশন রোড সংলগ্ন এলাকার ঘটনায় চাঞ্চল্য। নেশা সামগ্রী কিনতে গিয়ে হাতেনাতে ধরে মারধর জনতার। অবশেষে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়।