ধৃত ২অভিযুক্তের নাম বিশ্বজিৎ মন্ডল ও বিকাশ মণ্ডল,বাড়ি মায়াপুর গঙ্গানগর এলাকায়,অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার সকালে মায়াপুর এলাকা থেকে গ্রেফতার করে:তাদের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পেশ করা হয় কৃষ্ণনগর জেলা আদালতে,সূত্রের খবর রবিবার মায়াপুর গঙ্গানগরে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিবাদ তৈরি হলে বিশ্বজিৎ মন্ডল সহ ৪জন প্রতিবেশীদের মারধর খুনের চেষ্টা করে বলে অভিযোগ,ওই রাতেই অভিযোগ দায়ের করে আক্রান্ত।