বেশ কিছুদিন যাবৎ শালবনীর বিভিন্ন এলাকায় আক্রমণ চালানোর পর বানরটি ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকায় চলে গিয়েছিল। সেখানেও বেশ কিছু জনকে ঘায়েল করার পর ফের পৌঁছায় শালবনিতে। জাল দিয়ে, খাবারের টোপ দিয়ে কোনো কিছুতেই বনদপ্তরের বাগে আসছিল না বাঁদর বাবাজি। কিন্তু এবারে আর ব্যর্থতা নয়, ঘুম পাড়ানি ওষুধ দিয়ে বাঁদরটিকে কাবু বলল বনদপ্তর। আজ মঙ্গলবার খাঁচায় ভরে শালবনির জঙ্গল থেকে বনদপ্তরের কর্মীরা নিয়ে গেল বাঁদরটিকে।