ই রিক্সার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি পরিবহন ব্যবসা, অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলো বেসরকারি যাত্রী পরিবহন সমন্বয় কমিটি।এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্যাটারি চালিত ই রিক্সা নিজেদের নির্দিষ্ট রুটে না গিয়ে বেসরকারি বাসের রুটে চলাফেরা করছে। যার ফলে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি পরিবহন ব্যবসা। এপ্রসঙ্গে দ্রুতই উচ্চতর আধিকারিককে স্মারকলিপি প্রদান করবেন। এরপরেও সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তরও আন্দোলনের পথে যাবেন।