Canning 1, South Twenty Four Parganas | Aug 5, 2025
রাতের ডাউন ৯ টা ৩৮ এর ক্যানিং লোকাল পিয়ালি স্টেশানে এসে পৌঁছতেই কার্যত একদল যুবক আচমকাই ট্রেনে উঠে মারধর শুরু করে। অভিযোগ পিয়ালি স্টেশানে বেশ খানিকক্ষন ট্রেন দাঁড় করিয়ে রেখে মারধর করা হয়। এমনকি তিন যাত্রীকে নামিয়ে নেওয়াও হয়। আচমকা এই হামলায় অন্তত ২০-২২ জন ট্রেন যাত্রী জখম হয়েছেন। আহতরা সকলেই তারকেশ্বর থেকে ফিরছিলেন। ঘটনায় কাউকেই মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আটক বা গ্রেফতার করতে পারেনি রেল পুলিশ।