ছেলেকে খাটে বসিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূর। মঙ্গলবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ানো গঙ্গারামপুর থানার বড়ম বকুলপুর এলাকায়। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ দেহ ময়লা তদন্তে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ। মৃত ওই গৃহবধুর নাম মস্তাকিমা খাতুন। বয়স 20 বছর।আজ থেকে দু বছর আগে গঙ্গারামপুর থানার বড়ম বকুলপুর এলাকায় বিয়ে হয় গঙ্গারামপুর থানার অশো গ্রামের মেয়ে মস্তাকিমা খাতুনের। মেয়ের বাড়ির পরিবারের সদস্যরা দাবি করেন তিনি সামান্য মানসিক ভারসাম্য ছিলেন।