কালিগঞ্জের পলাশী মীরা বাজারে বিজয় দশমীর সন্ধ্যা থেকেই পলাশীর বিভিন্ন এলাকার পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বার হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে। ডিজের তালে নেচে ওঠেন ভক্তরা। রাত পর্যন্ত চলে শোভাযাত্রা ও বিসর্জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যত পলাশী বেতাই রোড এবং মিরাবাজারে ১২ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে করে দেওয়া হয়। কালিগঞ্জ থানার পক্ষ থেকে ছিল কড়া পুলিশী নিরাপত্তা। জেলা পরিষদের পুকুরে প্রতিমা নিরঞ্জন।