বিশ্বকর্মা পুজো উপলক্ষে,বৃহস্পতিবার বিকালে,পূর্ব বর্ধমান জেলার,কাটোয়া ১নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগ এবং ভিআরপি কর্মীদের সহযোগিতায় একটি সচেতনামূলক নাটক অনুষ্ঠিত হলো কাটোয়া ১নং ব্লকের বিডিও অফিসে। নাটকের নাম রাখা হয়েছে অঙ্গীকার সুস্থ সমাজ। উপস্থিত ছিলেন কাটোয়া ১ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক,জয়েন্ট বিডিও দেবাশীষ গাইন সহ অন্যান্যরা। অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল বিডিও অফিসা মানুষজন।