মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভায় উপভোক্তাদের সঙ্গে মিশে থাকা একদল টেট পাশ করা চাকরিপ্রার্থী ঢুকে পড়েন সবার স্থলে, এরপর প্ল্যাকার্ড দেখিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকে। প্ল্যাকার্ডে লেখা,ছিল "দিদি, প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয়ে কিছু বার্তা দিন"। আচমকা এই ঘটনায় প্রশাসনিক সভায় শোরগোল পরে যায়, সকলের দৃষ্টি মঞ্চ থেকে ঘুরে যায় তাদের দিকে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও সেখানে ভিড়় করলে স্বয়ং মুখ্যমন্ত্রী কে মাঝপথেই থামাতে হয় তার বক্তব্য।