বিগত ভারী বর্ষায়, রাস্তাঘাট খানাখন্দে হয়েছে ভর্তি, যানবাহন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে চকরিয়া মোড় থেকে সিন্দরী যাওয়ার রাস্তাটি, সঙ্গে বরাবাজার ও মানবাজার ১ নম্বর ব্লকের বিভিন্ন নদীর কালভার্ট গুলিরও করুণ দশা। সেইসব কালভার্ট এবং সঙ্গে ওই রাস্তাটি অবিলম্বে মেরামতের দাবিতে লোক সেবক সংঘের আয়োজনে আগামী ১১ই সেপ্টেম্বর কেশ্যা মোড়ে পথ অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে, সোমবার বিকেলে পুড়িয়ারা গ্রাম থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা বিস্তারিত জানালেন লোক সেব