পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে এসেছিলেন পরীক্ষার্থী মানিক ঘোড়ায়।কেশপুর সুকুমার সেন মহাবিদ্যালয়ের SSC পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে পাবলিক নিউজের ক্যামেরায় পরীক্ষার্থী মানিক ঘোড়ায় বলেন। পরীক্ষার সেন্টারের মধ্যে কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি।খুব ভালোভাবেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্র ভালোই ছিল নয় বছর পর এই পরীক্ষা হল। বি এড পাশ করার পর নয় বছর যোগ্যতা প্রমাণ করার সুযোগ পায়নি আজকে এই পরীক্ষা দিতে পেরে নিজেকে সুস্থতা বোধ করছ