শুক্রবার বিকেলে ডেবরায় মিছিল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন ঘাটার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ ১২জন। ধৃতদের শনিবার দুপুরে পেশ করা হয় খড়গপুর SDO আদালতে। মূলত গোলমাল পাকানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় বিজেপির নেতাকর্মীদেরকে। আজ বিকেলে মুক্তি পেয়েই sp অফিস ঘেরাও এর ডাক তন্ময় দাসের।