পারিবারিক ঝগড়া কে কেন্দ্র করে উদয়পুর বন্ধুয়ার ড্রপ গেইট এলাকায় বড় ভাই শিবু দাসের ছুরির আঘাতে রক্তাক্ত ছোট ভাই দেবু দাস ও তার স্ত্রী অনিতা দাস। ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক ১০ ঘটিকায়। দমকল কর্মীরা খবর পেয়ে রক্তাক্ত স্বামী স্ত্রী দুজনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। ছোট ভাই দেবুদাসের শরীরের বিভিন্ন অঙ্গে প্রায় কুড়িটি আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে পাষন্ড ভাসুর শিবু দাসের আঘাতে রেহাই পায়নি ছোট ভাইয়ের স্ত্রী অনিতা দাস।