কোচবিহারে মহা মিছিল ও জেলাশাসক দপ্তরে গণ ডেপুটেশনের শামিল হল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন। এদিন দুপুরে সংগঠনের পক্ষ থেকে কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েত করা হয় এবং সেখান থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে উপনীত হয় এবং সেখানে তারা 12 দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করেন। কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রদান, নারায়ণী ব্যাটেলিয়ান গঠন করে দ্রুত নিয়োগ সহ মোট 12 দফা দাবিতে তাদের আজকের এই আন্দোলন।