জুয়ার টেবিল, মদের আসর, সরকার হলো দালাল ঘর, এই স্লোগান তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ডেপুটেশন দিলো সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি। শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিল করে কোতোয়ালি থানায় এসে ডেপুটেশন দেয় তারা। গ্রামে গঞ্জে দিন দিন লটারির দোকান বাড়ছে আর মদের বিক্রি হচ্ছে যত্রতত্র। তার প্রতিবাদে এদিন মিছিল করে এসে ফরওয়ার্ড ব্লকের মহিলা সংগঠন কোতোয়ালি থানার আইসি কে স্মারকলিপি দেয়।