মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কুচবিহার শহরে পোস্টার লাগানো হলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন কুচবিহার স্টেশন চৌপতি থেকে এই পোস্টটা লাগানো শুরু হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি মেনে জীবন বীমা ও শিক্ষা সামগ্রীতে জিএসটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এই কর্মসূচি।