ময়নাগুড়ির ব্যাংকান্দি এলাকায় নিজের স্ত্রীকে খুন করে স্ত্রীর কলিজা হাতে নিয়ে ঘুরছে স্বামী।শুক্রবার সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী এবং মুহূর্তেই ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যায়। ধৃত ব্যক্তির নাম রমেশ রায় বয়স ৫২ তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। । ঘটনার পর থেকে পলাতক তার স্বামী।