সোমবার নিউল্যান্ডস চা-বাগানে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সঞ্জিত মাহালি(৩৮)। সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। জানা গিয়েছে, এদিন ভোরের দিকে স্থানীয়রা সঞ্জিতকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে নিউল্যান্ডস চা-বাগান হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করেন। সেখানকার চিকিৎসক শারিরীক পরীক্ষা-নিরীক্ষার পর সঞ্জিতকে মৃত বলে ঘোষণা করেন।