আজ ABVP মেদিনীপুর বিভাগের বিভাগ বৈঠক সম্পন্ন হল খড়গপুর আরএসএস কার্যালয়ে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কার্যকর্তাদের নিয়ে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ABVP পূর্ব ক্ষেত্রের ক্ষেত্রীয় সংগঠন সম্পাদক অপাংশু শেখর শীল, দক্ষিণবঙ্গ প্রদেশ সংগঠন সম্পাদক রমেশ প্রামাণিক, প্রদেশ সংগঠন সম্পাদক শ্রী রিঙ্কু পায়াসী, বাঁকুড়া-মেদিনীপুর বিভাগ সংগঠন সম্পাদক উৎপল বর্মন সহ অন্যান্য কার্যকর্তারা।