আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তপন ব্লক ও কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বালুরঘাট রেল স্টেশন থেকে রওনা দিলেন গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বালুরঘাট স্টেশন থেকে তারা রওনা হন। নেতৃত্বে ছিলেন ব্লক ও কলেজ নেতৃত্বরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র পরিষদ সবসময় ছাত্র সমাজের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ২৮