শালী নদীর উপর ব্রিজটি ভেঙে পড়ায় রাউতোড়া, কানাই- নামাই গরীব বাটি , ভৈরবপুর গ্রামের উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের পরিক্ষা কেন্দ্রে পৌচ্ছানোর জন্য সরকারিভাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের কোনো রূপ অসুবিধা না হয় তাই বিধায়ক নিজেই বিপর্যয় মোকাবেলার কর্মী আধিকারীদের সাথে উপস্থিত ছিলেন।সরকারিভাবে ব্রিজটি মেরামত ও নতুনভাবে নির্মাণের পরিকল্পনা চলছে। এর আগে একটি অস্থায়ী সেতু নির্মাণের আবেদন জানানো হয়। দ্রুত তার কাজ হবে।।