নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙা 116667 শীতলখুচি ব্লকের লালবাজার পঞ্চায়েত এলাকায় বাংলাদেশি এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। নয় মাস আগে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ওই তরুণীর সঙ্গে আলাপ হয় লালবাজারের এক যুবকের। পরিচয় থেকে শুরু হয় প্রেম, এরপর পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন দু’জনে।