নলহাটিতে শ্রী শ্রী গ্রহরাজ শনিদেবের মন্দিরে বার্ষিক প্রতিষ্ঠা দিবস পালন মহাসমারোহে । আজ শনিবার সকাল ৯:৩০ টা নাগাদ মঙ্গল ঘট ভরার মাধ্যমে শুরু হল বার্ষিক প্রতিষ্ঠা দিবসের পুজো। মহাসমারোহে শোভাযাত্রা করে গ্রহরাজ মন্দির থেকে বের হয়ে স্থানীয় পুকুর থেকে ঘট ভরে আনা হয় শ্রী শ্রী শনিদেব গ্রহরাজের মন্দিরে তারপরে শুরু হয়েছে সমস্ত রীতি আচার আচরণগণে শনিদেবের পুজো প্রত্যেক বছরই ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে শনিবারে এই বার্ষিক প্রতিষ্ঠা দিবস পালন করা হয় নলহাটিতে।