গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ 31শে আগস্ট রবিবার ভোরবেলায় উত্তর ত্রিপুরা জেলার বালিছড়া এলাকার ফালফুনা দেববর্মার বাড়িতে অভিযান চালায়। এই তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে মোট ৫৬ প্যাকেট সন্দেহজনক গাঁজা উদ্ধার করা হয়, প্রতিটি প্যাকেটের ওজন ১ কেজি করে মোট ৫৬ কেজি। যানা যায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকা। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়।